Logo
প্রিন্টের তারিখ: 19 January 2026 | প্রকাশের তারিখ: Jan 19, 2026

সংবাদ শিরোনাম : আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম

আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম
২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরুর পর সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল দল। এ নিয়ে বাংলাদেশ বাছাইয়ে টানা দুই ম্যাচে হারল।

সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশ নিজেদের ভুলে গোল হজম করেছিল। এর ধারাবাহিকতা ছিল কালও। শমিত নিজেও বলছেন এত সহজে গোল দেওয়া যাবে না। তিনি বলেছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে এভাবে গোল হজম করেছি। এগুলো থেকে শিখতে হবে। এমন ইজি গোল দেওয়া যাবে না। এমন ইজি গোল দিলে খেলায় জেতা যাবে না। শিখতে হবে কিছু করার নাই। সবাই জানে কী করতে হবে, আমরা ভিডিও রিভিউ করব। কোচ শেখাবে কীভাবে ব্যাকলাইন, মিডফিল্ডে আরও ভালো ডিফেন্ড করতে পারি। দিন শেষে এটা সবার দায়িত্ব। এটাই ফুটবল। উত্থান-পতন থাকবে। ওদের সুযোগ ছিল, আমাদের ছিল। এটাই ইন্টারন্যাশনাল ফুটবল, বোঝাই যাচ্ছে এটা ক্লাব ফুটবল থেকে ভিন্ন।’২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত জয়হীন বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরুর পর সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল দল। এ নিয়ে বাংলাদেশ বাছাইয়ে টানা দুই ম্যাচে হারল।

সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশ নিজেদের ভুলে গোল হজম করেছিল। এর ধারাবাহিকতা ছিল কালও। শমিত নিজেও বলছেন এত সহজে গোল দেওয়া যাবে না। তিনি বলেছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে এভাবে গোল হজম করেছি। এগুলো থেকে শিখতে হবে। এমন ইজি গোল দেওয়া যাবে না। এমন ইজি গোল দিলে খেলায় জেতা যাবে না। শিখতে হবে কিছু করার নাই। সবাই জানে কী করতে হবে, আমরা ভিডিও রিভিউ করব। কোচ শেখাবে কীভাবে ব্যাকলাইন, মিডফিল্ডে আরও ভালো ডিফেন্ড করতে পারি। দিন শেষে এটা সবার দায়িত্ব। এটাই ফুটবল। উত্থান-পতন থাকবে। ওদের সুযোগ ছিল, আমাদের ছিল। এটাই ইন্টারন্যাশনাল ফুটবল, বোঝাই যাচ্ছে এটা ক্লাব ফুটবল থেকে ভিন্ন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF